ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

বাংলাদেশের সবাইকে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের শুভেচ্ছা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৬, মে ১০, ২০২০
বাংলাদেশের সবাইকে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের শুভেচ্ছা রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ

ঢাকা: রাশিয়ায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ।

শনিবার (৯ মে) রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে তিনি এক বার্তায় সকলকে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বিশ্বকে ফ্যাসিজম থেকে মুক্ত করে যেসব বিজয়ীরা নতুন প্রজন্মের জন্য বিজয় এনে দিয়েছেন, আমরা তাদের প্রতি গর্বিত।

আমরা এই জয়ের মূল্য জানি এবং যারা স্বাধীনতার বীরত্বপূর্ণ সংগ্রামে লড়েছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। "

এসময় তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সকলের সুস্বাস্থ্য ও শুভকামনাও প্রত্যাশা করেন।

রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র বা আরসিএসসি রুশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের অবস্থিত রুশ ভাষা, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচার-প্রসার এবং পরিচিতির লক্ষে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র।  

একইসঙ্গে রাশিয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, মে ১০, ২০২০
এইচএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।