ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

বরিশালে ৬ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, ডিসেম্বর ২৭, ২০১৯
বরিশালে ৬ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে শব্দাবলী গ্রুপ থিয়েটারের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শব্দাবলী গ্রুপ থিয়েটার চত্বরে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শব্দালীর সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের  সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী।

উৎসবের উদ্বোধনের পর শব্দাবলী প্রবর্তিত গিয়াস-মিলন নাট্য পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন ২০১৮ সালের জন্য নাট্য সংগঠক আব্দুর রাজ্জাক মুরাদ (রংপুর) এবং রজত কান্তি গুপ্ত (সিলেট)।

পরে অতিথিদের দর্শকদের সঙ্গে শব্দাবলী স্টুডিও থিয়েটারে দলের দর্শক নন্দিত নাটক ‘বৈশাখিনী’ নাটকটি উপভোগ করেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় শব্দাবলীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ নাট্যোৎসবের মঞ্চায়ন হবে ঢাকার পালাকারের নাটক ‘উজানে মৃত্যু’।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।