ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

রোদের স্বর্ণমুদ্রা | খায়রুজ্জামান সাদেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, মে ৩১, ২০১৬
রোদের স্বর্ণমুদ্রা | খায়রুজ্জামান সাদেক

রোদের স্বর্ণমুদ্রা 
এক ক্লান্ত সেতু পাশে এসে প্রতিমুখ দেউলিয়া হয়। মূল্যহীন গভীর রাত, দীর্ঘশ্বাস তার মৃত্তিকা চুম্বন করে।

জলের নূপুর দেখে মৃত্যুর মতো অলৌকিক নিঃশব্দ পাড়ি দিচ্ছে পথ। ভিটেমাটি প্রজন্মের আর্তি সব নিঃসংকোচ। তারপরও ঘুরে দাঁড়াচ্ছে জনপদজীবন, সমূহ ঝংকার। সহস্র বছরের আলোকপথ, পাতা ঝরা বিকেল নিরেট শূন্যতার পাশে। নির্ভার বলছে, আশঙ্কামুক্ত হও- পাখি আসছে উড়ে। নিজ ছন্দে ভেসে যাচ্ছে রূপকথা। যে স্বপ্নদৃশ্য দেখেছো তুমি খানিক দূরে তার আরও মাঠ। আর কাঠবিড়ালি ঠুকরে নিচ্ছে রোদের স্বর্ণমুদ্রা...

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।