ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

নাটোর থেকে আসিফ ও শুভ্রনীল

টিনের চালে বৃষ্টি নুপুর (অডিওসহ)

আসিফ আজিজ ও শুভ্রনীল সাগর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জানুয়ারি ২১, ২০১৬
টিনের চালে বৃষ্টি নুপুর (অডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর থেকে: নিশুতি রাত। ঝমঝম শব্দে ঘুম ভাঙলো।

কে যেনো বিরামহীন নেচে চলেছে, নেচেই চলেছে। তার নুপুরের ঝমঝম ছন্দের সঙ্গে কিসের যেনো খুব মিল। কিসের?

চোখ ক’চলে এদিক-ওদিক চেয়ে- কই কোথাও তো কেউ নেই, তাহলে কে নাচে! এ রাতে কার এতো নুপুর পরে নাচার শখ হলো! পরে জানা গেলো, তিনি আর কেউ নন, শ্রীমতি বৃষ্টি রানি।

সে নাচে ছন্দ, তাল, লয় মিলিয়ে এক অদ্ভুত হাতছানি। অন্য এক জগত। ভাবায়, আলোড়িত করে, তাড়িয়ে বেড়ায়।

সে নাচ মগ্নতার, ভাবের সঙ্গে ভাবের বোঝাপড়ার। মুগ্ধ হয়ে শোনার, ঋদ্ধ হওয়ার।

বাংলানিউজের বিশেষ টিম এখন নাটোরে। কোনো এক রাতে তাদের সঙ্গে বৃষ্টির দেখা। নাচের মগ্নতায় ঠিকমতো কথাও বলা হলো না, অথচ কতোকিছু বলার ছিলো!

অর্ধ-বঙ্গেশ্বরী খ্যাত রানি ভবানীর রাজ্যে সে আমল থেকে শুরু করে তার উত্তর পুরুষদের কালে কত নট-নটি, বাইজিরা নেচে গেছেন-আজকের এই ব্যস্ত শহরে, তার খবর কে বলবে!

বেশ, কথা তাহলে অন্যদিন হবে। আজ শুধু ঝম ঝম নুপুরে নৃত্যই হোক।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএস/এএ/এটি

** চলনবিলের রোদচকচকে মাছ শিকার (ভিডিওসহ)
** ঘরে সিরিয়াল, বাজারে তুমুল আড্ডা
** বৃষ্টিতে কনকনে শীত, প্যান্ট-লুঙ্গি একসঙ্গে!
** ভরদুপুরে কাকভোর!
** ডুবো রাস্তায় চৌচির হালতি
** হঠাৎ বৃষ্টিতে শীতের দাপট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ