ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সৌদি আরব

বিমানবন্দরে হয়রানি বন্ধে প্রবাসীদের হুঁশিয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, ডিসেম্বর ২৭, ২০১৭
বিমানবন্দরে হয়রানি বন্ধে প্রবাসীদের হুঁশিয়ারি সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

কাতার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এক প্রবাসী বাংলাদেশিকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাতার প্রবাসী বাংলাদেশিরা।

কাতারের শিল্প এলাকা সেহলিয়ার ১৭ নম্বর সড়কে আল মাহান্নাদি গ্রুপ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে শত শত শ্রমিক প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা বিশ্বের সব প্রবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। আর এ দেশকে স্বনির্ভর করেছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা।  

সরকার ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা হচ্ছে জনগণের সেবক। সেবক হয়ে দেশের সাধারণ জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য তারা ওই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল মাহান্নাদী গ্রুপের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ এনাম।  

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, অধ্যাপক তপন মহাজন, মোহাম্মদ ফোরকান, মো. হারুন, মোস্তাফা কামাল, ফরিদুল আলম, অলিদ আহমেদ সেলিম, জিয়াউদ্দিন জিয়া, আব্দুল জলিল, ফজলুল কাদের চৌধুরী, জসীম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ