আগরতলা (ত্রিপুরা): বন্য হাতি লোকালয়ে আসায় মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করেছে ত্রিপুরার খোয়াই জেলার বন দপ্তরের কর্মীরা।
সোমবার (১৭ মে) খোয়াই জেলার চাকমাঘাট ভূমিহীন টিলার গ্রামবাসীরা বন দপ্তরের কার্যালয়ে খবর দেয় বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়েছে।

এদিকে বনকর্মীরা ওই এলাকার বাসিন্দাদের হাতে বাজি, পটকা, মশাল, কেরোসিন বিতরণ করেন বন্যহাতি তাড়ানোর জন্য। চলতি মৌসুমে গ্রামীণ এলাকার কৃষকরা পাকা ধান ক্ষেত থেকে ঘরে তোলেন। এ জন্য বন্য হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য বনদপ্তরের কর্মীরা প্রতিদিন কাজ করে যাচ্ছেন।
বনদপ্তর থেকে আরও জানানো হয়, এ সময় পাহাড়ে খাদ্য কম থাকায় বন্যহাতিরা খাদ্যের সন্ধানে সমতলে নেমে আসে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসসিএন/আরআইএস