ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আগরতলা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই এ অভিযোগ দেবে বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, নভেম্বর ১৮, ২০১৭
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই এ অভিযোগ দেবে বিজেপি ত্রিপুরায় বিজেপির সংবাদ সম্মেলন;ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সরাসরি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে অভিযোগ জানাবে ত্রিপুরা বিজেপি।

পাশাপাশি শুধু অভিযোগই নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চিটফান্ড সংস্থা বিশেষ করে রোজভ্যালী চিটফান্ড সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ও তাদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাজকর্মের প্রশংসা করেছিলেন। এই সব প্রমাণও সিবিআই এর কাছে পেশ করবে বিজেপি।

শনিবার(১৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ।

তিনি বলেন এই তথ্যগুলো সিবিআই এর কলকাতা অফিস ও দিল্লি অফিসে পাঠিয়ে মুখ্যমন্ত্রী সহ চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত অন্য নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানাবেন বলেও এদিন জানান।

এদিন রাজধানীর কৃষ্ণনগর এলাকায় অবস্থিত বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী কল্যাণী ও যুব নেতা সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।