ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আগরতলা

ত্রিপুরাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, জুলাই ৯, ২০১৭
ত্রিপুরাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট পাম্পে অপেক্ষমাণ বাহন/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে পেট্রোল ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে আগরতলাসহ রাজ্যের প্রতিটি জেলায় চলছে এ সংকট।

রাজধানীর অধিকাংশ পাম্পে ‘পেট্রোল ও ডিজেল নেই’ লেখা বোর্ড সাঁটানো। কোনো পাম্পে পেট্রোল আসার খবর পেলেই দেখা দিচ্ছে দীর্ঘ লাইন।

রোববার (৯ জুলাই) সপ্তাহিক ছুটির দিনেও আগরতলার পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়।

জ্বালানি তেল নিতে আসা সাধারণ মানুষের ক্ষোভ সংশ্লিষ্ট খাদ্য ও জনসংভরণ দফতরের দিকে। তাদের অভিযোগ, প্রশাসন কড়া পদক্ষেপ না নেওয়ায় দিন দিন জ্বালানি তেলের সমস্যা বাড়ছে।

এদিকে পাম্প মালিকদের বক্তব্য, রাজ্যের জ্বালানি তেল আসে গৌহাটি থেকে। সেখানে কোনো ধরনের সমস্যা দেখা দিলে বা জ্বালানিবাহী গাড়িতে ত্রিপুরার জন্য তেল লোড করতে দেরি হলে সমস্যার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।