তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (০১ জানুয়ারি) মেলার দ্বার খুললেও এখনও পুরোপুরি প্রস্তত হয়নি। এখন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের প্রস্ততি কিংবা সাজসজ্জার কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, এরই মধ্যে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন খুলেছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠান ও কোম্পানির স্টল-প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে। মেলার উদ্বোধন হলেও এখনও নির্মিত হয়নি অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোও।


এমনকি মেলা প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে ময়লার স্তুপ। স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে ব্যবহৃত জিনিসপত্রও যত্রতত্র পড়ে থাকতে দেখা গেছে।
প্যাভিলিয়ন নির্মাণে কর্মরত এক শ্রমিক বাংলানিউজকে বলেন, আজ মেলার প্রথম দিন। অনেক স্টলের কাজ চলছে। তাছাড়া লোকজনও কম।
এদিকে মেলার প্রথমদিন অধিকাংশ স্টল বা প্যাভিলিয়ন উন্মুক্ত করা হয়নি। মেলা আয়োজক কমিটির একজন সদস্য জানান, প্রতিবছরই মেলা শুরুর দুয়েক দিন এ অবস্থা থাকে। কারণ প্রথম দিক দিয়ে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকে। এই সময়টায় পুরোদমে চলে প্রস্তুতির কাজ।

মেলা প্রাঙ্গণে আকিজ ও ফ্রুটিকার প্যাভিলিয়নের নির্মাণ কাজ চলছে। এ বিষয়ে ফ্রুটিকা প্যাভিলিয়নের কর্মকর্তা জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, আমাদের প্যাভিলিয়নটি অনেক বড় করে নির্মাণ করা হচ্ছে তাই সময় বেশি লাগছে। আশা করি আজ রাতের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
মেলায় নাবিস্কো বিস্কুটের স্টলের কর্মকর্তা হাসান বলেন, আজ প্রথম দিন আমাদের এখনও অনেক কাজ বাকি। আগামীকাল (মঙ্গলবার) থেকে স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
তবে মেলায় আগত দর্শনার্থীরা বলেছেন, প্রথমদিন বলে অনেক উৎসাহ নিয়ে মেলায় এসেছি। কিন্তু এসে পুরো হতাশ হতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমএসি