ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

পর্যটন

অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং পাস পেতে ফটোআইডি বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৮, জুলাই ৫, ২০১৭
অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং পাস পেতে ফটোআইডি বাধ্যতামূলক অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং পাস পেতে ফটোআইডি বাধ্যতামূলক

ঢাকা: বাংলাদেশের ভিতরে অর্থাৎ অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াতের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অন্য যেকোনো ফটো আইডি কার্ডের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য কোনো ফটো আইডি কার্ড জমা দিতে হবে।  

প্রাপ্তবয়স্কদের কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে হবে।

 

অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং পাস পেতে ফটোআইডি বাধ্যতামূলক

গত ৩০ জুন সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর সই করা এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।  

বুধবার (০৫ জুলাই) সিভিল এভিয়েশন অথোরিটি সূত্রে বিষয়টি জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
ইউএম/এসএনএস    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।