ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

পর্যটন

বাংলানিউজে মাহমুদ হাফিজের লাইভ ভ্রমণগদ্য ‘ভ্রমণামৃত’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, জুন ১০, ২০১৬
বাংলানিউজে মাহমুদ হাফিজের লাইভ ভ্রমণগদ্য ‘ভ্রমণামৃত’

মাহমুদ হাফিজ। কবি, সাংবাদিক, ভ্রমণলেখক।

পারিবারিক ভ্রমণ ও ভ্রমণ সাহিত্যের টানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এ ভ্রমণে তিনি চীনের ওয়াংঝু, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সানফ্রান্সিসকো, স্যাকরাম্যান্টো, অরেগন রাজ্যের পোর্টল্যান্ড ও ইউজিন ঘুরবেন।

দীর্ঘ ভ্রমণের জীবন্ত ফিরিস্তি ধারাবাহিকভাবে লিখবেন বাংলানিউজে। শিরোনাম ‘ভ্রমণামৃত’। কন্ট্রিবিউটর হিসেবে বিশেষ প্রতিবেদন লেখারও কথা রয়েছে তার।

অনুসন্ধানী সাংবাদিক আর অভিজ্ঞ ভ্রামাণিকের নিবিড় প্রেক্ষণবিন্দুতে তিনি তুলে ধরবেন ভ্রমণপথের অম্ল-মধুর অভিজ্ঞতা, স্বস্তি-বিড়ম্বনা, নতুন পরিবেশ আর মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার বর্ণনাময় ব্যঞ্জনা।

লাইভ এ ভ্রমণ কাহিনী পড়তে চোখ রাখুন বাংলানিউজে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।