ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

টেনিস

বিকেএসপিকে হারিয়েছে সোনালী ব্যাংক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, ডিসেম্বর ১৪, ২০১৯
বিকেএসপিকে হারিয়েছে সোনালী ব্যাংক ছবি: সংগৃহীত

বিজয় দিবস হকি-২০১৯ টুর্নামেন্টের পঞ্চম দিনে একটিই ম্যাচ হয়েছে। যেখানে জয় তুলে নিয়েছে সোনালী ব্যাংক। বিকেএসপিকে তারা হারিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশে হকি ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯’ টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিয়েছে ৬ টি দল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার (১৩ ডিসেম্বর) সোনালী ব্যাংকের হয়ে গোল করেন প্রিন্স লাল ৬ মিনিট (পিসি), মাহবুব হোসেন ৪৩ মিনিট (ফিল্ড), ৫৭ মিনিট (ফিল্ড) আর শাওন ৫৯ মিনিট (পিসি)।

এদিকে, বিকেএসপির হয়ে গোল করেন ওবায়দুল হোসেন ১০ মিনিট (ফিল্ড), ৫৫ মিনিট (ফিল্ড) এবং তাসিন আলি ৩৬ মিনিট (ফিল্ড)।

শনিবার (১৪ ডিসেম্বর) একটিই ম্যাচ হবে। যেখানে দুপুর তিনটায় মাঠে নামবে বাংলাদেশ বিমান বাহিনী-বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ