ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

টেনিস

সোনার স্বপ্ন জাগিয়েও পারলেন না আঁখি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ডিসেম্বর ৬, ২০১৯
সোনার স্বপ্ন জাগিয়েও পারলেন না আঁখি ছবি: সংগৃহীত

১৩তম এসএ গেমসের ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদকের আশা জাগিয়েও পারলেন না বাংলাদেশের শুটার আরদিনা ফেরদৌস আঁখি। কাঠমান্ডুর সাতদোবাটো শুটিং কমপ্লেক্সে শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের প্রতিযোগীর কাছে স্বর্ণ পদক ছেড়ে দিতে হয়েছে। রুপা জিতেছেন কুষ্টিয়ার মেয়ে আঁখি।

২৩৮.৪ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ভারতের শ্রী পরমানানথাম। আর আঁখি পেয়েছেন ২৩৪.৬ পয়েন্ট।

গতবার শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে দলগত রুপা জিতেছিলেন আঁখি।

এবার, আঁখির হাত ধরে পিস্তলে মেয়েদের একক ইভেন্টে প্রথমবার বাংলাদেশের কোনো শুটার পদক জিতলেন। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রুপা এনে দিয়েছেন এই শুটার।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ