ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

টেনিস

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, সেপ্টেম্বর ১, ২০১৯
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

চাং হিউনকে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। 

দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা নাদাল দক্ষিণ কোরিয়ান চাংকে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন।  

১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল গত বছরের অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালিস্ট চাংয়ের বিপক্ষে একটাও ব্রেক পয়েন্টের মুখে পড়েননি।

যদিও দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন চাং। কিন্তু তৃতীয় সেটে তাকে পাত্তাই দেননি নাদাল।

সোমবার (২ আগস্ট) চতুর্থ রাউন্ডের ম্যাচে মারিন চিলিচের মুখোমুখি হবেন নাদাল।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ