ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

আগুতকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, জুলাই ১৩, ২০১৯
আগুতকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জোকোভিচ নোভাক জোকোভিচ-ছবি: সংগৃহীত

স্পেনের রবের্তো বাউতিস্তা আগুতেকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

শুক্রবার (১২ জুলাই) এবারের আসরের প্রথম সেমিফাইনালে আগুতেকে ৬-২, ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ১৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।  

ম্যাচের শুরুতে দারুণ খেলছিলেন ‘জোকার’।

কিন্তু খুব দ্রুতই নিজেকে সামলে নেন প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলতে নামা ২৩তম বাছাই আগুত। তবে জোকোভিচের অভিজ্ঞতার কাছে পাত্তাই পাননি তিনি। ফলে ষষ্ঠবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে খেলবেন সার্বিয়ান তারকা। এর আগে ২০১১, ২০১৪, ২০১৫ ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

৬-২ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট হেরে বসেন জোকোভিচ। কিন্তু ৪-৬ গেমে জেতার পর আগুতের দৌড় থেমে যায়। শীর্ষ বাছাই জোকোভিচ এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষ পর্যন্ত পরের দুই সেট জিতে নেন অনায়াসেই।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন টেনিসের দুই জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফাইনালে এই ম্যাচের জয়ী খেলোয়াড়ের মুখোমুখি হবেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ