ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

যুক্তরাষ্ট্র ওপেন থেকে মারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, আগস্ট ৩০, ২০১৮
যুক্তরাষ্ট্র ওপেন থেকে মারের বিদায় ১৩ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে মারের অভিষেকের পর এবারই প্রথম এত দ্রুত বিদায় নিলেন তিনি-ছবি: সংগৃহীত

সময়টা মোটেই ভালো যাচ্ছে না অ্যান্ডি মারের। চোট-ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন লাইমলাইটের বাইরে থেকে অবশেষে খেলতে এসেছিলেন যুক্তরাষ্ট্র ওপেনে। তবে আসরটির দ্বিতীয় রাউন্ডেই ফার্নান্দো ভারদাস্কোর কাছে হেরে বিদায় নিতে হলো সাবেক পুরুষ টেনিসের নাম্বার ওয়ানকে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটেই ৭-৫ গেমে ৩১তম বাছাই স্প্যানিশ তারকা ভারদাস্কোর কাছে হেরে যান মারে। তবে পরের সেটেই ৬-২ গেমে জিতে ঘুরে দাঁড়ান তিনি।

কিন্তু তৃতীয় ও চতুর্থ সেট বৃটিশ এই তারকা যথাক্রমে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন।

১৩ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে মারের অভিষেকের পর এবারই প্রথম এত দ্রুত বিদায় নিলেন তিনি। যেখানে এই স্টেডিয়ামেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মারে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ