ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

সেমিতে ভেনাসের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, মার্চ ১৭, ২০১৮
সেমিতে ভেনাসের স্বপ্নভঙ্গ ছবি: সংগৃহীত

হোম ভেন্যুতে ভেনাস উইলিয়ামসের ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) অধরা শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো। এবারের আসরের সেমিফাইনালে পরিষ্কার ফেভারিট হয়েও অঘটনের শিকার হয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

রাশিয়ার ২০ বছর বয়সী ডারিয়া কাসাতকিনার কাছে হারের লজ্জায় ডোবেন ৩৭ বছর বয়সী ভেনাস। ক্যালিফের্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে তিন সেটের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থেকেও হতাশা নিয়ে কোর্ট ছাড়েন মার্কিন তারকা।

স্কোরলাইন ৬-৪, ৪-৬, ৫-৭।

এদিকে, শেষ চারের অপর ম্যাচও অঘটনের জন্ম দিয়েছে। রোমানিয়ান আইকন সিমোনা হালেপকে স্রেফ উড়িয়ে দিয়েছেন কাসাতকিনার সমবয়সী নাওমি ওসাকা। ৬-৩, ৬-০ গেমের দাপুটে জয়ে বাঁধভাঙা ‍উল্লাসে মাতেন জাপানিজ তরুণী।

ওসাকা ও কাসাতকিনার মধ্যকার শিরোপা লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন সেটিই এখন দেখার অপেক্ষা! বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দু’জনই আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনালই হয়তো উপভোগ করবেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ