ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

ইউএস ওপেনের নতুন রানী স্টেফেন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, সেপ্টেম্বর ১০, ২০১৭
ইউএস ওপেনের নতুন রানী স্টেফেন্স ইউএস ওপেনের নতুন রানী স্টেফেন্স-ছবি:সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে ইউএস ওপেনের নতুন রানী হলেন স্লোন স্টেফেন্স। স্বদেশী ম্যাডিসন কিইসকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন ২৪ বছরের এ তরুণী।

ফাইনালের মঞ্চে স্টেফেন্স জিততে সময় নেন মাত্র ৬১ মিনিট। যেখানে ৬-৩ ও ৬-০ সেটে জিতে নেন তিনি।

নারী বাছাই ৮৩ নম্বর হয়েও তার এই জয়। ইউএস ওপেনের ইতিহাসে এতো নিচের নারী খেলোয়াড় হিসেবে এটাই প্রথম নজির।

বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে ফেভারিট সেরেনা উইলিয়ামস আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে তারই বড় বোন ভেনাস উইলিয়ামসের সামনে ছিলো ১৬ বছর পর শিরোপা জয়ের সুযোগ। কিন্তু সেমিফাইনালের মঞ্চে স্টেফেন্সের কাছেই হেরেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ