ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

মিক্স ডাবলসে অঘটনের শিকার সানিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, সেপ্টেম্বর ৫, ২০১৬
মিক্স ডাবলসে অঘটনের শিকার সানিয়ারা ছবি:সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের মিক্স ডবলসে শীর্ষ বাছাই  সানিয়া মির্জা ও ইভান ডডিগ জুটির বিদায় হয়ে গেল দ্বিতীয় রাউন্ড থেকেই। সরাসরি সেটে হারতে হল বারবোরা ক্রেজিকোভা ও মারিন ড্রাগানজার কাছে।

ম্যাচে ৬-৩, ৬-৪ সেটে হারে তারা।

ফ্ল্যাশিং মিডোতে খেলতে নেমেছিলেন এই জুটি। কিন্তু ইউএস ওপেনে ছন্দ পতন ঘটল শীর্ষ বাছাই জুটির হারে। হারতে হল অবাছাই জুটির কাছে। এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে দাঁড়াতেই পারেননি সানিয়ারা। ইন্দো-ক্রোয়েশিয়া জুটি শুরুই করেছিল খুব খারাপ ভাবে। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

প্রথম সেটের শুরুতেই ০-৪ এ পিছিয়ে পড়েন সানিয়ারা। কিন্তু সাময়িক ঘুরে দাঁড়িয়ে ৩-৬ এ শেষ হয় প্রথম সেট। দ্বিতীয় সেটে অনেকটাই ভাল শুরু করলেও শেষরক্ষা হয়নি। ৪-৬ এ হারের মুখ দেখতে হয়। যার ফল মিক্স ডবলসকে থেকে বিদায় হয়ে গেল শীর্ষ বাছাই জুটির।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ