ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

রেকর্ড গড়ে সেরেনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, সেপ্টেম্বর ৪, ২০১৬
রেকর্ড গড়ে সেরেনার জয় সেরেনা উইলিয়ামস-ছবি:সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেন টেনিসের নারী এককে নিজের দুর্দান্ত দাপট ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডের ম্যাচে জোহান্না লারসনকে সরাসরি সেটে হারিয়ে সবচেয়ে বেশি নারী এককের গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড গড়েন শীর্ষ এ তারকা।

এদিন সেরেনা ক্যারিয়ারের ৩০৭টি ম্যাচ জিতে রেকর্ড কন্যা হন। এর আগে রেকর্ডটি মার্টিনা নাভ্রাতিলোভার দখলে ছিল।

ঘরের মাঠে ফ্ল্যাশিং মিডোতে ৬-২ ও ৬-১ সেটে জয় তুলে নেন সেরেনা। ফলে আসরটির চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি। আগামী সোমবার ইয়ারোসলাভা শেভদোভার বিপক্ষে লড়বেন তিনি।

এবারের ইউএস ওপেন জিতলে সপ্তম শিরোপা জিতবেন সেরেনা। আর ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম ঘরে তুলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ