ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

তারার ফুল

দুই মন্ত্রী উপভোগ করছেন 'জন্মসাথী'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, মার্চ ২৩, ২০১৬
দুই মন্ত্রী উপভোগ করছেন 'জন্মসাথী' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭টায়। তবে এর আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।



মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তারা উপভোগ করেন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'জন্মকথা'।

মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনীর সঙ্গে চাপা পড়ে আছে যুদ্ধশিশুদের ইতিহাসও। সেই অজানা অধ্যায় উন্মোচনের লক্ষ্যে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’।
একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের  যৌথ প্রযোজনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন শবনম ফেরদৌসী।

দেড় ঘণ্টা ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে বক্তব্য দেবেন দুই মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রামাণ্যচিত্রের দুই উদ্যোক্তা একাত্তর টেলিভিশনের সম্পাদক এবং প্রধান নির্বাহী সামিয়া জামান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব ও ট্রাস্টি তারিক আলী।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসও/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ