ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

এক ঘণ্টার দৌড়ে ফারাহ’র বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, সেপ্টেম্বর ৫, ২০২০
এক ঘণ্টার দৌড়ে ফারাহ’র বিশ্বরেকর্ড মো ফারাহ

ট্র্যাকে ফিরেই আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন মো ফারাহ। চারবারের অলিম্পিকজয়ী শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ব্রাসলসে ডায়মন্ড লিগে এক ঘণ্টার দৌড়ে ভেঙে দিয়েছেন ১৩ বছর ধর অক্ষত থাকা রেকর্ড।

২১৩৩০ মিটার দৌড়েছেন ৩৭ বছর বয়সী ফারাহ। এর আগের রেকর্ডটি ছিল হাইলে গ্যাব্রেসিলাসির। ২০০৭ সালে ২১২৮৫ মিটার দৌড়েছিলেন এই ইথোপিয়ান দৌড়বিদ। আউটডোরে ব্রিটিশ নাগরিক ফারাহ’র এটি প্রথম বিশ্বরেকর্ড।  

এক ঘণ্টার দৌড়ে রেকর্ড গড়ার পর তিনি বলেন, ‘বিশ্বরেকর্ড ভাঙা সহজ নয়, আমি বলতে পারি, এটা কতটুকু কঠিন। রেকর্ডটি দীর্ঘদিন ধরে অটুট ছিল। ট্র্যাকে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। ’

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।