ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

সৌম্যর ব্যাটে পঞ্চাশ, তামিম-সাব্বিরের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৬, মে ১৮, ২০১৯
সৌম্যর ব্যাটে পঞ্চাশ, তামিম-সাব্বিরের বিদায় সৌম্য সরকার

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৫৯ রান আসে তাদের ব্যাট থেকে। তবে সৌম্য একটু বেশি মারমুখী ছিলেন। তামিম ১৮ রান করে বিদায় নিয়েছেন। এরপর শূন্য রানে বিদায় নেন সাব্বির রহমান। তবে ২৭ বলে ফিফটি তুলে নিয়েছেন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার ১ বলে ২ উইকেটে ৯৫ রান।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস।

বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।

বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে ২৪ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়। নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তোলে ক্যারিবীয়রা। হোপ ৬৪ বলে ৭৪ রান করে আউট হন। অ্যামব্রিস ৬৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের মিরাজ একমাত্র উইকেটটি নেন। তবে বৃষ্টির আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাড়ায় ২৪ ওভারে ২১০ রান।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।