ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

কিংবদন্তি স্প্রিন্টার টাইগন গে’র মেয়ের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, অক্টোবর ১৭, ২০১৬
কিংবদন্তি স্প্রিন্টার টাইগন গে’র মেয়ের মৃত্যু ছবি:সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের কিংবদন্তি স্প্রিন্টার টাইসন গে’র মেয়ের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে। কেনটাকিতে দুই পক্ষ্যের গোলাগুলির মাঝে গুলির আঘাতে নিহত ট্রিনিটি গে।

এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।

সংবাদ মাধ্যমে জানা যায় ট্রিনিটিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে ১৫ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়।

ট্রিনিটি নিজেও স্কুল পর্যায়ের একজন স্প্রিন্টার ছিলেন।

টাইসন গে মার্কিনিদের হয়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ডধারী। এছাড়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এ তারকা বিশ্বরেকর্ডে ১০০ মিটারে উসাইন বোল্ট থেকে পিছিয়ে দ্বিতীয় দ্রুততম মানব।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।