ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

খেলা

চেলসির আশা শেষ করে কোয়ার্টারে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মার্চ ১০, ২০১৬
চেলসির আশা শেষ করে কোয়ার্টারে পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে শেষ হয়ে গেল চেলসির আশা। প্রথম লেগের পর ঘরের মাঠেও প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ২-১ গোলে হার।

ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লরা ব্লার শিষ্যরা।

বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজিকে দ্বিতীয় লেগেরে ম্যাচে আতিথিয়েতা জানায় চেলসি। তবে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ পারফরম্যান্সে শেষ হাসি হাসে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ইব্রার অ্যাসিস্টে দলের লিড এনে দেন রেবিওট। তবে ২৭ মিনিটে দুর্দান্ত একটি গোল করে ব্লুজদের সমতায় ফেরান দিয়েগো কস্তা। আর সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণ শানাতে থাকে দু’দল। তবে ম্যাচের ৬৭ মিনিটে সুইডিশ স্ট্রাইকার ইব্রা ম্যাজিকে লিড পায় পিএসজি। আর এই লিডই শেষ পর্যন্ত সফরকারীদের জয়ের কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।