ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

সৃজনশীলতা বৃদ্ধিতে মার্সেল এর সহায়তায় স্কুল দাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, অক্টোবর ৪, ২০১৫
সৃজনশীলতা বৃদ্ধিতে মার্সেল এর সহায়তায় স্কুল দাবা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠাপোষকতায় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘মার্সেল চেস ইন স্কুল প্রোগ্রাম-২০১৫’।

বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েক’শ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন।

তাদেরকে দাবার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন রাজীব, হেড অব মার্সেল, নর্থ। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. হুমায়ূন কবীর।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘মূলত এটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের দাবার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কারণ, দাবা একটি সৃজনশীল খেলা। যা ছাত্রছাত্রীদের মেধাকে আরো শানিত করে, বৃদ্ধি করে তাদের সৃজনশীলতা। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।