ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

নিজেকে গুটিয়ে নিলেন জিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নিজেকে গুটিয়ে নিলেন জিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফা প্রেসিডেন্টের পদ থেকে নিজেকে গুটিয়ে নিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। আসন্ন নির্বাচনে ফিফা প্রেসিডেন্টের পদ থেকে নিজের নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) এফসি গোয়া’র এই কোচ।



ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জিকো জানিয়েছেন, পাঁচটি ফেডারেশনের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট পদে লড়ার যে নিয়ম রেখেছে ফিফা, সেটি তার পাওয়া সম্ভব নয়।

জিকো আরও জানান, আমার পক্ষে ফিফা প্রেসিডেন্টের নির্বাচনে লড়াই করা সম্ভব নয়। নিয়ম যদি শিথীল করা হয়, তবে পরের বার আমি এ পদে লড়াই চালিয়ে যেতে আগ্রহী। নির্বাচনে লড়তে গেলে একজন প্রতিনিধির অন্তত পাঁচটি ফেডারেশনের সম্মতি প্রয়োজন হয়। কিন্তু আমি এ মুহূর্তে ব্রাজিল ছাড়া আর কোনো ফেডারেশনের সমর্থন পাচ্ছিনা। ফিফার এ নিয়মটি সত্যিই কোনো যুক্তি সঙ্গত নিয়ম নয়। এটার পরিবর্তন হওয়া দরকার।

ব্রাজিলের হয়ে ১৯৭৮, ১৯৮২ আর ১৯৮৬ সালে বিশ্বকাপ খেলা জিকো আরও জানান, সম্প্রতি আমি তুরস্ক ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে সমর্থন করবে বলে জানায়। এছাড়া জাপান ফুটবল ফেডারেশন আমাকে সমর্থন করে চিঠি দেবে বলে নিশ্চিত করে। তবে, উয়েফা’র নিয়মের মারপ্যাঁচে তুরস্ক আমাকে সমর্থন দিতে পারছে না। ঠিক একই রকম নিয়মের জালে বাধা পড়ে এশিয়া করফেডারেশন থেকে জাপান আমাকে সমর্থন জানাতে পারছে না। ফলে, আমি নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।