ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

রিয়াল ছাড়তে না পারায় নাভাসের কান্না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, সেপ্টেম্বর ২২, ২০১৫
রিয়াল ছাড়তে না পারায় নাভাসের কান্না

ঢাকা: ডেভিড ডি গিয়া বার্নাব্যুতে আর রিয়াল ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাবেন কেইলর নাভাস। ট্রান্সফার উইন্ডো শেষের আগে এমন গুঞ্জনই ছিল।

তবে শেষ মুহূর্তের জটিলতায় সব আশাই গুড়েবালি। কিন্তু, এমনটি মোটেই চাননি কোস্টারিকান গোলরক্ষক নাভাস। তাই বলে কাঁদতে হবে নাকি? আবেগের বশবর্তী হয়ে তিনি এমন কান্ডই ঘটিয়েছেন।

দেরিতে হলেও ব্যাপারটি নিজেই নিশ্চিত করেন নাভাস। ‘ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডে আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনগুলোর মধ্যে একটি। যখন সম্ভাব্য ক্লাব ছাড়ার চুক্তিটি ভেস্তে যায় তখন স্ত্রীর পাশে থেকে চোখের জল ফেলি। মানুষ বলেই আবেগ ধরে রাখতে পারিনি। ভেবেছিলাম সবকিছুই হয়তো চূড়ান্ত হওয়ার পথে। তাই এজেন্টের কথা অনুযায়ী এয়ারপোর্টে অপেক্ষমান ছিলাম। কিন্তু, দিন শেষে কিছুই আর হলো না। ’

অবশ্য, মন থেকে রিয়াল ছাড়তে চাননি নাভাস।   কিন্তু, তার পরিবর্তে অন্য কাউকে দলে ভেড়ানোর চিন্তা করাতেই রিয়ালের ওপর তিনি মনঃক্ষুন্ন হন। এ থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে মুখিয়ে ছিলেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক।

এ প্রসঙ্গে নাভাসের ভাষ্য, ‘একটা জটিল অবস্থার মধ্যে ছিলাম। রিয়ালের হয়ে নিয়মিত খেলতে চাইলেও তারা আমার ওপর আস্থা রাখছে না। ডি গিয়া বা অন্য কেউ আমার জায়গা দখল করবে তা মেনে নিতে পারিনি। তাই অনেকটা ক্ষোভ থেকেই বার্নাব্যু ছাড়ার বিষয়ে দ্বিমত পোষণ করিনি। ’

অন্যদিকে, আগে থেকেই ম্যানইউর হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার ইচ্ছা ব্যক্ত করে আসছেন ডি গিয়া। ২০১১ সাল থেকে তিনি ইংলিশ জায়ান্টদের হয়ে খেলছেন। শেষ পর্যন্ত রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা ভেস্তে যাওয়ায় যেন তার ইচ্ছারই প্রতিফলন ঘটলো। গত ১১ সেপ্টেম্বর স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে চার বছরের নতুন চুক্তি সম্পন্ন করে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।