ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

সমর্থকদের ভোটে জার্মান সেরা ক্রুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ১০, ২০১৫
সমর্থকদের ভোটে জার্মান সেরা ক্রুস টনি ক্রুস

ঢাকা: জার্মান ফুটবল সমর্থকদের সংগঠন ‘ফ্যানস পুল কন্ডাক্ট বাই কান্ট্রি’স ফুটবল ফেডারেশন’(ডিএফবি) এর ভোটে ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন টনি ক্রুস।

এর আগে টানা তিনবার মেসুত ওজিল এ পুরস্কার পেলেও এবার এ মিডফিল্ডার ৪০.০৬ শতাংশ ভোটে বর্ষসেরা হন।

এ তালিকায় রানারআপ হওয়া মিরস্লাভ ক্লোসে ক্রুস থেকে ১.৯ শতাংশ ভোটে পিছিয়ে ছিল।

ক্রস ২০১৪ সালের প্রথমার্ধ বায়ার্ন মিউনিখের হয়ে দুটি শিরোপা জিতেছিলেন। পরে ব্রাজিল বিশ্বকাপে জার্মানের হয়ে শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর বিশ্বকাপের পরই তিনি যোগ দেন স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

এদিকে সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে ব্যালন ডি‘অরের চূড়ান্ত তালিকায় থাকা জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার এ প্রতিযোগিতায় মাত্র ৬.৬ শতাংশ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।