পাবনা: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পাঠক নন্দিত উপন্যাস ‘নন্দিত নরকে’ বইয়ের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ পাঠচক্র হয়।
পাঠচক্রে সব সদস্য ‘নন্দিত নরকে’ বই নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সদস্যরা বইটির গুরুত্ব তুলে ধরেন। এরপর পরিচালক বইটির ওপর সামগ্রিক আলোচনা করেন।
তিনি বলেন, এ বইটি প্রকাশ হয়েছে ১৯৭০ সালে, হুমায়ূন আহমেদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র। এটি ১৯৭২ সালে প্রথম প্রকাশিত হয়। এ উপন্যাসটি একটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে রচিত। এতে একটি মধ্যবিত্ত পরিবারের আনন্দ, বেদনা, সংগ্রাম, হতাশা, যৌনতা সব গল্পই আছে।
তিনি আরও বলেন, বইটি সেই সময়ে পাঠকের মনে বেশ সাড়া ফেলে। ‘নন্দিত নরকে’ বইটি এখনো পাঠকের কাছে আগের মতই জনপ্রিয়। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বইটি এখনো প্রাসঙ্গিক।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, নারীবিষয়ক সম্পাদক সুমাইয়া খন্দকারসহ অনেকে।
এসআই