ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় কুরআন খতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, আগস্ট ২৫, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় কুরআন খতম শিশুদের বিরিয়ানি খাওয়ানো হয়

মুন্সীগঞ্জ: বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ আদর্শ এতিমখানায় পূর্ণ কুরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) মাদরাসার ১০ জন শিক্ষার্থী ও শিক্ষক মিলে কুরআন খতম দেওয়ার পর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় সংগঠনের সদস্যদের কল্যাণের পাশাপাশি বিশেষভাবে সংগঠনের সদস্য আলামিন সরকারের বাবার সুস্থতা কামনা করা হয়। পরে দুপুরে উপস্থিত এতিম শিক্ষার্থীদের মাঝে গরুর বিরিয়ানি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রিফাত, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সদস্য সাকিব চৌধুরীসহ অনেকে।

আবু মুহাম্মদ রুইয়াম বলেন, আজকের এ আয়োজন শুধুমাত্র একটি খাবার বিতরণ নয়, বরং এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য বড় অর্জন। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ এতিম ও দুস্থদের পাশে দাঁড়াক। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।