ঢাকা: বই, কবিতা আর সাহিত্যপ্রেমীদের প্রাণের আসর বসেছিল যাত্রাবাড়ীতে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে আয়োজন করা হয় এক প্রাণবন্ত সাহিত্য আড্ডার।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আবদুল হান্নান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আড্ডা পরিণত হয় তরুণ প্রজন্মের এক মিলনমেলায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিইআর মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আইনুল রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি সাদিয়া তাবাসসুম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সম্রাট, সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়ামিনসহ বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
বিশেষ অতিথি প্রভাষক মো. আইনুল রহমান সাহিত্যের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন-সাহিত্য মানুষের মনন ও চেতনার বিকাশ ঘটায়। তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
আড্ডায় বক্তারা বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বিশেষভাবে জীবনানন্দ দাশের কবিতা, সেলিনা হোসেনের উপন্যাস, হুমায়ূন আহমেদের গল্প এবং জসীম উদ্দীনের কাব্যচর্চা নিয়ে মতামত দেন। জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” ও হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” থেকে উদ্ধৃতি টেনে বর্তমান সমাজ বাস্তবতার সঙ্গে সাহিত্যের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তরুণ কবি-লেখকরাও তাদের নিজেদের রচিত কবিতা পাঠ করেন। উপস্থিত শ্রোতারা গভীর মনোযোগ দিয়ে কবিতা শুনে মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে কবিদের উৎসাহিত করেন।
আড্ডায় অংশগ্রহণকারীরা জানান, সাহিত্য মানুষকে সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সমাজকে বদলে দেওয়ার শক্তি জোগায়।
অনুষ্ঠান শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে নিয়মিত সাহিত্য পাঠ, বই আলোচনা ও সাহিত্যবিষয়ক আড্ডা আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এসআই