ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পঞ্চগড়ে অসচ্ছল ৪০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, আগস্ট ২১, ২০২৫
পঞ্চগড়ে অসচ্ছল ৪০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ আরিফা আরফিনের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহারের সেলাই মেশিন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক অসহায় স্বপ্নবাজ কিশোরী আরিফা আরফিন। দশম শ্রেণির ছাত্রী হলেও জীবনের বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে তুলেছে।

ছোটবেলায় বাবাকে হারানোর পর মা-ই হয়েছেন তার একমাত্র ভরসা। সংসারের হাল ধরেছেন তিনি, সামলেছেন আরিফার পড়ালেখার খরচও অনেক কষ্টে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সেই জীবনের পথে এবার নতুন আশার আলো জ্বালিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

আশার আলো ছড়িয়ে দিতে বসুন্ধরা গ্রুপের উপহার নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত গ্রামে ছুটে গেছেন বসুন্ধরা শুভসংঘের একদল তরুণ। অন্যান্য জেলার মতো অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৪০ জন নারীর মাঝে সহায়তা হিসেবে সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

তিন মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ২০ জন দরিদ্র, মেধাবী নারী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। আরিফাও ছিলেন তাদের একজন। নতুন সেলাই মেশিন হাতে পেয়ে চোখে জল আসে তার।

আরিফা বলেন, সেলাই মেশিন কেনার মতো আমার সামর্থ্য নেই। ইচ্ছে ছিল, কিন্তু সাধ্য ছিল না। আজ বসুন্ধরা শুভসংঘ যে উপহার দিয়েছে, তা আমার সারা জীবনের সঙ্গী হবে। ভাবতেই পারিনি আমার নিজের একটি সেলাই মেশিন হবে।

এখন আরিফার চোখে নতুন স্বপ্ন। সেলাইয়ের কাজ করে নিজের লেখাপড়ার খরচ জোগাড় করবে সে। নিজেই নিজের দায়িত্ব নেবে, মায়ের কষ্ট কমাবে, ভবিষ্যতে হয়তো অন্যদেরও সাহায্য করবে। শুধু আরিফা নয়—সেলাই মেশিন পাওয়া অন্যদের চোখেও আজ একই স্বপ্ন। সবার জন্য এ মেশিন যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি।

এসময় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রওশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রমেশ চন্দ্র রায়, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের তেঁতুলিয়া শাখার সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন।  

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়ায় আগেও নানা উদ্যোগ নিয়েছে। ফলে দরিদ্র পরিবারগুলো অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এবার নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তারা সত্যিকারের সেবামূলক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা কৃতজ্ঞ বসুন্ধরার প্রতি।  

একই দিন বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আরও ২০ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।  

এতে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের পঞ্চগড় শাখার সভাপতি নাসিম আব্দুল্লাহ নয়ন প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ শুধু একজন নারীর জীবন নয়, তার পুরো পরিবারের চিত্র বদলে দেবে। এমন উদ্যোগে যদি বিত্তবানরা নারীদের পাশে দাঁড়ান, তবে শুধু পঞ্চগড় নয়—সারা দেশ থেকেই বেকারত্ব কমানো সম্ভব হবে।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান বাংলানিউজকে জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারাদেশে কাজ করছি। গত মাসে আমরা টেকনাফের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার হতদরিদ্র প্রায় ৪০ জন নারীকে বেছে নিয়ে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা দক্ষ হয়ে ওঠার পর বসুন্ধরার পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দিয়েছি।

তিনি আরও বলেন, গত তিন বছরে আমরা তিন হাজারের বেশি নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছি। শুধু উপহার দিয়েই থেমে থাকিনি—তাদের খোঁজখবরও নিয়েছি। এতে দেখা গেছে, অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কেউ কেউ একটি মেশিন থেকে দুই-তিনটি মেশিনের মালিক হয়েছেন। অনেকে আবার মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করছেন।  

সবশেষে তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার যে স্বপ্ন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান দেখেন, আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ