ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফুলবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, আগস্ট ২১, ২০২৫
ফুলবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ  ফুলবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চারা রোপণ করা হয়

ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজে বকুল, কৃষ্ণচুরা, আমড়া, জলপাই গাছের চারা রোপণ করা হয়।

 

পরে অর্ধশত শিক্ষার্থীর মধ্যে আম, জাম, কাঁঠাল, হরিতকি, নিমসহ বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।  

এসময় বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার  সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস, সংগঠনিক সম্পাদক প্রভাষক ফিরুজ কবির, প্রভাষক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সানিসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

চারা বিতরণ শেষে ফুলবাড়িয়ার কেন্দ্রীয় শ্মশান ঘাটে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফিরুজ কবির বলেন, বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়ায় বিভিন্ন সময় দরিদ্রদের মধ্যে খাদ্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে শিক্ষা সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকবে সব সময়।

সভাপতি প্রভাষক নির্মল বিশ্বাস বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আগেও ফুলবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজে, কেন্দ্রীয় শ্মসান ঘাটে চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ