ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, আগস্ট ১৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের বই বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক বই বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশিষ্ট কবি ও লেখক গুলশান আরা রুবীর রচিত ধর্মীয় গ্রন্থ ‘দৈনন্দিন দোয়া ও জিকিরের আমল’ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর নুরানীয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমানউল্লাহ আমান। এ সময় বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন সালমান, মাদরাসার মুহতামিম হাফেজ মওলানা আব্দুল আহাদ, শুভসংঘের সদস্য শিহাব মিয়া ও বাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্যানেল চেয়ারম্যান মো. আমানউল্লাহ আমান বলেন, বসুন্ধরা শুভসংঘ মানুষ ও মানবতার কল্যাণে কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এদিকে মাদরাসার মুহতামিম হাফেজ মওলানা আব্দুল আহাদ বলেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ধর্মীয় ও মানবিক কাজের মাধ্যমে তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।

বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন সালমান বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে ইসলামিক বই পড়ার বিকল্প নেই। আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।  

বই বিতরণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ