বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে দিনব্যাপী চড়ুইভাতি সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে শুভসংঘের বন্ধুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা জহিরুল ইসলাম সবুজ।
তিনি নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন “শুভসংঘ কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে শুভসংঘের প্রতিটি সদস্যকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ শামীম, স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠ গাজীপুর। তিনি বলেন“তরুণ প্রজন্মের শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে শুভসংঘকে মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নতুন এই কমিটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। ”
নবগঠিত কমিটিতে মো. ইমরান হোসেন সভাপতি, তানভীর আহমেদ সাধারণ সম্পাদক এবং নিলয় আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. শাহানুর রহমান, মো. শ্যামল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুন্নি, এস এম এমদাদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক আল রাকিবুল, এমরান শেখ, অর্থ সম্পাদক প্রত্যয় ভট্টাচার্য, দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া খাতুন, ইভেন্ট সম্পাদক আরিফুল ইসলাম রাকিব, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক. মো. রবিউল আউয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান আনার, স্বাস্থ্য ও মানব কল্যাণ সম্পাদক. ঝরনা হিয়া, ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোকছেদুল মোমিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শাহিদুল ইসলাম বাপন, আপ্যায়ন সম্পাদক শামসুজ্জোহা, প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. রুবেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী সদস্য আনিকা তাবাসসুম, ইভা খন্দকার, খাইরুল ফকির, ইমা, সিনহা আক্তার সুমাইয়া, বনলতা, বীথি ও রিমা।
আলোচনা শেষে নবগঠিত কমিটির সদস্যরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। তারা ঘোষণা দেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করবেন এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন।
আরএ