ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরতে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক আলোচনাসভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এ কে এম আমির ফয়সাল।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আমির ফয়সাল বলেন, ‘ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ।
এটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা। প্রতি সপ্তাহে বাড়ি ও আশপাশের ফুলের টব, কুলার, পুরনো টায়ার, পরিত্যক্ত বোতল ও পানির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। সকাল-বিকেলে মশার কয়েল বা রিপেলেন্ট ব্যবহার, মশারি টাঙিয়ে ঘুমানো এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাও জরুরি। ’
বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. মাহবুবুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু স্কুলের দায়িত্ব নয় বরং আমাদের সবার দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরকার, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, সাবিনা ইয়াসমিন, মোছা. তাহমিদা খাতুন, বিশাখা রানী সরকার, পল্লী অগ্রগতি সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মো. নুরুল ইসলাম, সহসভাপতি গুলজার রহমান রাজিব, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা, সদস্য মোছা. শিশির আক্তার, মোছা. মহিমা জান্নাত মাহী সুরাইয়া আক্তার, পিংকি রানী,আইরিন আক্তারসহ আরো অনেকে।
আলোচনাসভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের সদস্যরা ফেলে দেওয়া পানির বোতল সংগ্রহ এবং জমে থাকা পানির পাত্র পরিষ্কার করেন।
সংগঠনের নেতারা জানান, এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে গেলে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব হবে। পাশাপাশি তারা সবাইকে ঘরে ও বাইরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এনডি