বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ‘শুভসংঘ ক্যারিয়ার ক্লাব’ গঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার জমকালো আয়োজনের মাধ্যমে কলেজ ক্যাম্পাসের অডিটরিয়ামে শুভসংঘ ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করা হয়।
শুভসংঘ ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সাজেদুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জেহাদ সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ দাস, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাব্বির রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোমেন, রসায়ন বিভাগের প্রভাষক মণীষ কুমার রায়।
প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ বলেন, আমি বসুন্ধরা শুভসংঘ ক্যারিয়ার ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি সবসময় চাচ্ছিলাম কলেজে ক্যারিয়ার ক্লাব গড়ে উঠুক। শুভসংঘ করেছে এজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ভবিষ্যতকে সমৃদ্ধ করবে।
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত, কলেজ শাখার সভাপতি স্বপন আলী, ক্রীড়া সম্পাদক জোতির্ময়, আরিফ, প্রদিপা, হৃদয়, নাজনীন, অরূপ, মাহাবুব, রাসেল, আন্না, অরুন, হিমু, আসিফ, ইমন, রবি, শাহারিয়ার, পাওয়েল, অপূর্ব, মশিউর, মুক্তা, ইসরাত, মেহেদি, নিয়ন, রিফাত, আতিক, জাহাঙ্গীর, খাদিজা, বন্যা, মৌ, আবির, শাওন, নিশান, রাজিব, সোমা, মনি প্রমুখ।
এসআরএস