ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

মাদক থেকে দূরে রাখতে খেলার সামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ১১, ২০২৫
মাদক থেকে দূরে রাখতে খেলার সামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ  মাদক থেকে দূরে রাখতে খেলার সামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ 

দিনাজপুর: যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি আগ্রহী করতে চিরিরবন্দরে  ফুটবল ও গোলপোস্টের জাল উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।  

সোমবার (১১ আগস্ট) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দারুল ফালাহ মাদরাসা মাঠে স্থানীয় যুবকদের কাছে এ উপহার পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর শাখার উপদেষ্টা মোস্তাফিজ সোহাগ, সাধারণ সম্পাদক মো. শাহারিয়া সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক ও সাংগঠনিক সম্পাদক চঞ্চল রায়।

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর শাখার উপদেষ্টা মোস্তাফিজ সোহাগ বলেন, আমরা চাই স্থানীয় যুবকরা অবসর সময় মাঠে কাটাক এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলুক। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সবার পাশে থাকবে।

সাধারণ সম্পাদক শাহারিয়া সরকার বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তাদের দূরে রাখা সম্ভব। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি মানসিক বিকাশেও সহায়তা করে।

ফুটবল ও গোলপোস্টের জাল পেয়ে স্থানীয় যুবকরা আনন্দ প্রকাশ করে বলেন, এখন থেকে আমরা নিয়মিত মাঠে খেলতে পারব।  

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা ও মানবিক কাজে ভূমিকা রেখে আসছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ