বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি এবং বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার উপদেষ্টা মো. শরাফত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. শরীফ আল মামুন, মোহাম্মদ আব্দুর রহমান, বাদল চন্দ্র দে, মো. সজীব।
বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুথী আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন, সহসভাপতি আবিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান।
এসময় ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জ্যামিতি বক্স, খাতা, ক্যালকুলেটর, পেন্সিল, স্কেল, রাবার, পেন্সিল কাটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি মো. শরাফত হোসেন বলেন, ‘শিক্ষা উপকরণ প্রদান কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ পরিবারের সন্তানরা পড়ালেখায় আরো উৎসাহিত হবে। ’
বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন সিয়াম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশে রয়েছে।
শিক্ষা সামগ্রী বিতরণ বসুন্ধরা শুভসংঘের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড। ভবিষ্যতেও দ্বীপজেলা ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। ’
বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগম বলেন, ‘খাতা-কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ কিনতে বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীর অভিভাবকরা কিছুটা হলেও আর্থিক কষ্টের শিকার হচ্ছেন। বসুন্ধরা শুভসংঘ এসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক যুথী আক্তার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের এরকম কার্যক্রম চলমান থাকবে। ’ শিক্ষার্থীদের অভিভাবকরা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এনডি