ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

শিবচরে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, আগস্ট ৭, ২০২৫
শিবচরে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ  বায়েজিদ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ

মাদারীপুর: বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে শিক্ষা ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার আয়োজনে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারকান্দি এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. বায়েজিদ বেপারী (০৯) ও তার পরিবারকে এ উপহার দেওয়া হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে- খাতা, কলম চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আটা, মুড়ি, সাবান, আলু, পেঁয়াজ।

জানা গেছে, বাঁশকান্দি ইউনিয়নের মির্জারকান্দি মির্জারচর এলাকায় দরিদ্র জামাল বেপারীর ছেলে বায়েজিদ জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। বিভিন্ন চিকিৎসা করেও কোলো ভালো ফলাফল আসেনি। বায়েজিদ বর্তমানে একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। পরিবারের অর্থের অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে তাদের। এমন তথ্য পেয়ে 
মানবিক সহায়তা নিয়ে পরিবারটির পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।  

উপহার পেয়ে বসুন্ধরা শুভসংঘ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বায়েজিদ ও তার পরিবার।  

বায়েজিদ বলে, এ উপহারগুলো পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার হাঁটা-চলা করতে ও পড়তে যেতে অনেক কষ্ট হয়। আমার একটা হুইল চেয়ার খুব প্রয়োজন।

স্থানীয় রাসেল মাদবর বলেন, বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা সারাদেশে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ বায়েজিদকে শিক্ষা ও খাবার বিতরণ করায় খুশি হয়েছি। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। তবে স্কুলে আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়, তাই একটি হুইল চেয়ার দরকার।

বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন বলেন, অর্থের অভাবে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে যে খাদ্য সামগ্রী দিয়েছি, এতে তারা অনেক খুশি। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সমাজকল্যাণ সম্পাদক পারভেজ মিয়া, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, মো. সাগরসহ অনেকে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।