ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ৬, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট ) কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

 

কলেজ শাখার সভাপতি মুসলেমিনা সুলতানার নেতৃত্বে  বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন  সহ-সভাপতি এশা ইসলাম পায়েল, নূরে জান্নাত, তানিয়া আক্তার, সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপাশা আক্তার বীথি, লিখা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জেবা,অর্থ সম্পাদক  সিরাজুম মুনিরা, দপ্তর সম্পাদক সুলতানা রুদাবা আনসারী,সহ দপ্তর সম্পাদক রুকাইয়া জামিন নাজাত,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিয়া জান্নাত সুন্নাহ্,সহ -তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফিয়া সাড়া খান, যোগাযোগ সম্পাদক শৌরিন সোমানী,সহ যোগাযোগ সম্পাদক মুন্নি আক্তার সোনিয়া, সহ সমাজকল্যাণ সম্পাদক আজমিন সুলতানা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমী সুষম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিদা আলম মীম,সহ -শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শঞ্চিতা আক্তার সেতু, আনিকা তাহসিন, যুগ্ম ক্রীড়া সম্পাদক ফাহমিদা আঞ্জুম,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার সামিরা এবং কার্যকরী সদস্যরা।

সভাপতি মুসলেমিনা সুলতানা বলেন, ‘এই বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, বরং এটি একটি পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে। ’

সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময়ই ইতিবাচক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। ’

বৃক্ষরোপণ শেষে পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ে মতামত দেন।

বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের এমন সচেতন ভূমিকা আগামী দিনে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।