ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খুলনায় বিজ্ঞানবিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, আগস্ট ১, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খুলনায় বিজ্ঞানবিষয়ক কর্মশালা খুলনায় বিজ্ঞানবিষয়ক কর্মশালা

বিজ্ঞানের সুফল, বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তরুণদের দক্ষতা বাড়াতে ‘মেধা মননে বিজ্ঞান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শুভসংঘের নির্দেশনায় খুলনা জেলা  শুভসংঘ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বিজ্ঞান যোগাযোগের প্রসারে তরুণদের সম্পৃক্ত করতে হবে, শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং এ সম্পর্কে জনসাধারণের সচেতন করার জন্য এ ধরনের আরো অনুষ্ঠান করা প্রয়োজন।

 কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের মূল অংশীদারদের সম্পৃক্ত করে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা অর্জনের মতো কর্মসূচি বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানটি  পরিচালনা করেন বিজ্ঞান শিক্ষক সনৎ কুমার ঘরামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানের প্রভাষক  রবিউল হাসান, জীববিজ্ঞানের প্রভাষক অরিন্দম মল্লিক, কৃষিবিজ্ঞানের প্রভাষক মো. জিল্লুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সৌমেন কুণ্ডু, কিংকর মণ্ডল, আবু রায়হান, জাহিদুল হক, নির্মল সানা, হামিম মোড়লসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ