মানিকগঞ্জে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মানিকগঞ্জ সরকারি মডেল স্কুলে বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর নাঈমুর ইসলাম প্লাবনের সঞ্চালনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে অতিথি হিসেবে বক্তব্য দেন- বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কাশিনাথ সরকার, মানিকগঞ্জ মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরু মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক আতিকুর রহমান আশিক, জেলা কমিটির সদস্য তাহমিনা আফরিন মোহনা, তাসনিম ইসলাম খান রোজা, মাইমুনা আক্তার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, এডিস মশা সাধারণত পরিষ্কার এবং স্থির পানিতে জন্মায়। বিশেষ করে বাড়ির আশেপাশে বা ভেতরে থাকা বিভিন্ন পাত্র, যেমন- ফুলের টব, অব্যবহৃত টায়ার, বালতি, ডাবের খোলস, এবং অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এই মশা ডিম পাড়ে। এছাড়া বাড়ির ছাদ, বাগান, বা অন্য কোথাও জমে থাকা পানিও তাদের বংশবিস্তারের জন্য উপযুক্ত স্থান।
এসময় বক্তারা আরও বলেন, ডেঙ্গু জ্বর এক পরিচিত আতঙ্ক হয়ে ফিরে আসে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসজনিত রোগটি একদিকে যেমন একটি সাধারণ জ্বর হিসেবে শুরু হয়, তেমনি কিছুক্ষেত্রে তা হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তাই সময়মতো সতর্ক হওয়াই আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। স্কুলে যাওয়ার আগে মশানিরোধক ক্রিম ব্যবহার করা দরকার। বাসা এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে মশার বংশবিস্তার না ঘটে।
যাদের নিজস্ব গাড়ি আছে, তাদের গাড়িতেও যেন মশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত। শিশুরা যখন খেলতে যাবে, তখন তাদের গায়ে মশানিরোধক ক্রিম লাগিয়ে দিতে হবে এবং প্রয়োজনে অভিভাবকরা মিলে খেলার জায়গা পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে। '
এডিস মশার বংশবিস্তার রোধে মশার আবাসস্থল ধ্বংস করা এবং মশার প্রজনন ক্ষেত্র নির্মূল করা বিষয়ে বক্তারা বলেন, ঘরের ভেতরে এবং আশেপাশে থাকা যেকোনো পাত্র, যেমন- ফুলের টব, বাতিল বালতি, ডাবের খোলা, বাতিল টায়ার ইত্যাদি থেকে বৃষ্টির পানি সরিয়ে ফেলতে হবে। জমা জল নিষ্কাশন করতে হবে এবং জল পরিষ্কার রাখতে হবে। ঘরের ভেতরে এবং আশেপাশে মশা মারার জন্য স্প্রে ব্যবহার করা যেতে পারে। ঘরের দরজা এবং জানালায় নেট লাগিয়ে মশা প্রবেশে বাঁধা দেওয়া যেতে পারে। দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত। এডিস মশা সাধারণত দিনে কামড়ায়, তাই দিনের বেলায় শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা ভালো। এডিস মশা সাধারণত আবদ্ধ পানিতে বংশবৃদ্ধি করে, তাই আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা বাড়াতে হবে এবং জনসাধারণকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান শিকদার বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে ভয় নয় বরং সঠিক জ্ঞান, সতর্কতা এবং সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে, তাই বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এরকম সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মীর নাঈমুর ইসলাম প্লাবন বলেন, আসুন, নিজেরা সচেতন হই। আমাদের পরিবার ও সমাজকে নিরাপদ রাখার দায়িত্ব সবাই মিলে ভাগ করে নেই।
এসআরএস