পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। কলেজের বিভিন্ন স্থানে আম, জাম, মালটা, জাম্বুরা, পেয়ারা, সুপারি, রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা মরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
কলেজের মৌলভী হামিদ উদ্দিন ভবনের সামনে, ছাত্র হলের আঙিনায়, মসজিদ সংলগ্ন এলাকায়, পুকুর পাড়ে এবং কলেজ রোড রেলক্রসিংয়ের পাশে রোপণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী দিনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা সৈয়দ শফিউল আলম, আহমেদ জুনাইদ তন্ময় ও নিজাম উদ্দীন সৌরভ।
কলেজ সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিনের নেতৃত্বে বৃক্ষরোপণে অংশ নেন সহসভাপতি জিহাদ হাসান, ফারজানা মুন, নাহিদ ফেরদৌস খান, মাহমুদুল হাসান আকাশ, সানাউল হক স্বাধীন ও আব্দুল কাদির শৈশব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, ইয়াসিন আরাফাত, সানজিদা আফরিন জেরিন, মাইসারা সুলতানা মৈত্রী, সুমাইয়া ঝিলি, নাবিলা আক্তার, আলি আহমেদ লাবিব, অন্যমান আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুসাব্বির সৌরভ, মাহবুবা হায়দার জেরি, সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক তানভীর খান শাকিব, কার্যকরী সদস্য খাদিজা আক্তার অপি, নিপুণ, তাজনূর আক্তার, মো. সাকোয়াত হোসাইন ও সুরাইয়া জাহান আনিকা।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, আমাদের জীবন ও ভবিষ্যৎ করে নিরাপদ। বৃক্ষরোপণের এই উদ্যোগ কলেজে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাবে। ’