ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুলাই ১৪, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা 

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।  

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এ আয়োজন করা হয়।

 

আয়োজনে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ইতিহাস, ক্রমবিকাশ ও আধুনিক সাহিত্য নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। শিক্ষার্থীদের আলোচনায় আধুনিক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের বিভিন্ন উপন্যাস-গল্পের বিশ্লেষণ উঠে আসে।

এসময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রাকিব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, সদস্য ইরফান উল্লাহ, মানিক হোসেন ও আরিফ বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষার্থীদের কাছে সবিস্তারে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম তুলে ধরা হয় ও আগামীতে বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইতিবাচক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।  

অতিথিরা বসুন্ধরা শুভসংঘের সমাজকল্যাণমূলক কাজের প্রশংসা করেন ও সফলতা কামনা করেন।

ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম বলেন, সামাজিক সংগঠনগুলো সমাজের উন্নয়ন, স্থিতিশীলতা এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সংগঠন একে অপরের মধ্যে যোগাযোগ স্থাপন করে সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখে। সামাজিক সংগঠনগুলো মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও পারস্পরিক সহায়তার পরিবেশ গড়ে তোলে। মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। এছাড়া এসব সংগঠন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করে এবং প্রয়োজনে সহায়তা করে। তাই আমাদের উচিত সামাজিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থাকা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বসুন্ধরা শুভসংঘ শিক্ষামূলক সহায়তা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ