নওগাঁ: ‘শুভ কাজে সবার পাশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী সমাবেশ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল বাজারে এ সমাবেশ হয়।
বসুন্ধরা শুভসংঘের রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুজাইল বাজার বণিক সমিতির সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান, চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শীতানাথ ঘোষ, কুজাইল জামে মসজিদে পেশ ইমাম আব্দুস ছালাম, মৎস্য ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার আনোয়ার হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম পিন্টু, সাধারণ ব্যবসায়ী ইমান আলী ও কালের কণ্ঠের রাণীনগর উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ।
মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একমত হন যে এ এলাকায় আমরা মাদকের কেনা-বেচা এবং সেবনকারীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেব না। মাদক একটি সামাজিক ব্যাধি। একবার যে পরিবারের কেউ মাদক সেবনের সুযোগ পেয়েছে, সেই ঘরের সুখ-শান্তি উঠে গেছে। তাই আমরা সবাই একযোগে এ সমাবেশের মধ্য দিয়ে শপথ করলাম, মাদককে আমরা না বলবো। এ ব্যবসার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, সময় থাকতে সংশোধন হয়ে যাও। না হলে পরে কাউকে ছাড়া হবে না। দরকার হলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেব।
এসআই