ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে কোরবানির পশু উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জুন ৪, ২০২৫
বৃদ্ধাশ্রমে কোরবানির পশু উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বকসা এলাকায় বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কোরবানির পশু উপহার দিয়েছেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘ । মঙ্গলবার (৩ জুন ) রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার  সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন  বৃদ্ধাশ্রমের পরিচালক সাবেক পুলিশ কর্মকর্তা রেজাউল করিম  হাতে কোরবানির পশু উপহার হিসেবে  তুলে দিয়েছেন  ।

 

এ সময় উপস্থিত ছিলেন সাফল্যের গল্প শোনাবো স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব নাহিদ নুসরাত প্রাপ্তি রেজা, বসুন্ধরা শুভসংঘের রংপুর  জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহিদ জেমস, কার্যকারী সদস্য শিশির মহন্ত, ফকরুল হাসান ও  বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।  

বৃদ্ধাশ্রমটি ১৯২২ সালের  মে মাসে যাত্রা শুরু করে।

এই বৃদ্ধাশ্রমে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে তাদের পরিবারের মাঝে পাঠানো সম্ভব হলেও অন্যদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে বৃদ্ধাশ্রমটিতে ৩২ জন সদস্য রয়েছেন।
বৃদ্ধাশ্রমটির পরিচালক সাবেক পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, পুলিশে চাকরি করার কারণে রাস্তায়, ফুটপাতে অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখি।

যাদের কোনো ঘর-বাড়ি নেই। আবার অনেকে বাবা-মাকে শেষ বয়সে ছেলে-মেয়েরা বাড়ি থেকে বের করে দেয়। তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে যায়। এসব দৃশ্য দেখে বৃদ্ধাশ্রম করার সিদ্ধান্ত নিই।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ