ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

‘আরেক ফাল্গুন’ উপন্যাস নিয়ে বেরোবিতে পাঠচক্র

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ২০, ২০২৫
‘আরেক ফাল্গুন’ উপন্যাস নিয়ে বেরোবিতে পাঠচক্র

ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত উপন্যাস ‘আরেক ফাল্গুন’ নিয়ে পাঠচক্র আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাখা।  

বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম উপন্যাস জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’। উপন্যাসটির প্রেক্ষাপট ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি, যখন আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়।

মূল চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুনিম, যার সঙ্গে রয়েছে সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুলসহ আরও অনেকে। তারা সবাই শিক্ষার্থী, যারা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একীভূত হয়েছিল। উপন্যাসে ফুটে উঠেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মর্মান্তিক ইতিহাস ও বীরত্বগাথা।

‘আরেক ফাল্গুন’ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ফাল্গুনের পর ফাল্গুন আসবে, আর প্রতিটি ফাল্গুনে দ্বিগুণ হবে অধিকার আদায়ের আন্দোলন। যেমন বাঙালি তাদের ভাষার অধিকার আদায় করেছে, তেমনই তারা নিজেদের স্বাধীনতার জন্যও লড়াই করতে জানে।

এই সময় পাঠচক্রে বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও উপন্যাসে উঠে আসা চরিত্রগুলোর বীরত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ‘আরেক ফাল্গুন’ শুধু একটি উপন্যাস নয়, এটি ভাষার জন্য ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত দলিল।

পাঠচক্র অংশগ্রহণকারী  শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, এই উপন্যাস শুধু ভাষা আন্দোলনের কাহিনি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াইকে চোখের সামনে ফুটিয়ে তোলে। ভাষার জন্য যে ত্যাগ আমাদের পূর্বসূরিরা করেছেন, তা নতুন প্রজন্মের জানা উচিত।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান তাসলিমা অনুভূতি প্রকাশ করে বলেন, আরেক ফাল্গুন' কেবল বই নয়, এটি আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের এক জীবন্ত দলিল। আজকের পাঠচক্র আমাদের ভাষার প্রতি আরও সচেতন করে তুলেছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।