ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

জাতীয় স্মৃতিসৌধের সামনে বসুন্ধরা শুভসংঘের ভিন্নধর্মী আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, ডিসেম্বর ১৬, ২০২৪
জাতীয় স্মৃতিসৌধের সামনে বসুন্ধরা শুভসংঘের ভিন্নধর্মী আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, ডায়াবেটিস টেস্ট এবং ব্লাড প্রেসার নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ-সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল আকন্দ, দপ্তর সম্পাদক মো. নাঈম সর্দার, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান।

আরও উপস্থিত ছিলেন সাজিদ জোবায়েদ, মো. বাইজিতসহ অনেক সদস্য।

সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে  শিশু-কিশোর, শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থী এবং পথশিশুসহ সাধারণ মানুষের ফ্রি রক্তের গ্রুপ, ডায়াবেটিস টেস্ট, এবং ব্লাড প্রেসার নির্ণয় করা হয়।

আজ (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত মোট ২০০ জন মানুষের এসব পরীক্ষা বিনামূল্যে করানো হয়। এই ক্যাম্পেইন চলাকালীন বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন মিডিয়াকর্মী, শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বিশেষ করে পথশিশু ও ফুটপাতের ছিন্নমূল মানুষ বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে অনেক খুশি হন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।